মোঃ জিয়াউর রহমান স্টাপ রিপোর্টার:
কুষ্টিয়ায় ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আজ শুক্রবার সকালেও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ছিল কুয়াশার চাদরে ঢাকা।
দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে সবধরণের যানবাহনকে। এ সময় কাজের সন্ধানে শ্রমজীবী মানুষদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম।
কুষ্টিয়া ভেড়ামারা-প্রাগপুর রুটের যাত্রীবাহী বাস চালক হাবিব হোসেন বলেন, সকাল থেকে কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, যাতে দুর্ঘটনা না ঘটে। তবে গতি কম থাকায় যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।এদিকে দিনমজুর ওবাইদুল ইসলাম বলেন, ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে ২৪ জানুয়ারী শুক্রবার কাজে যেতে পারিনি।
অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১২ ডিসেম্বর জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
এবিষয়ে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, এমন ঘন কুয়াশা আরও দুই-এক দিন থাকতে পারে। তবে দুপুরের পর সূর্যের দেখা মিলবে।
ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ জ্বর, সর্দি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরা এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা শিশুদের সার্বক্ষণিক গরম পোশাকে রাখার পাশাপাশি গরম খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন।
অসহায় ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সরকারি, বেসরকারি এবং এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এমন অবস্থায় সকলকে সচেতন থাকার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহলা।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.