মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসকের ‘ভিজিট’, ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।রোববার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, এ দেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছেন।