মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় গলাকাটি মাঠের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। মৃত স্কুল শিক্ষক রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় ট্রাকচালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দৌলতপুর থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন রবি। এ সময় গলাকাটি মাঠের মধ্যে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।আটক ট্রাকচালক সুমন ফরিদপুরের নগরকান্দা থানার জুমবুরদি গ্রামের হানিফ শেখের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়ার করা হচ্ছে।