শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরা শ্রীপুর থানার বিএনপির সভাপতির ছেলে মাদকসহ হাইকোর্টে আটক ফুলপুর-তারাকান্দাবাসীর ভালোবাসায় সিক্ত মোতাহার হোসেন তালুকদার আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল তৈরীতে গোল্ডস্যান্ডস গ্রুপ শীর্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির আত্মপ্রকাশ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন অপরাধমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম — মিজানুর রহমান সেলিম রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া সীমান্তে চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি সুত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে চামড়ার বাজার মূল্য তুলনামূলক ভাবে বেশ কম। ঈদুল আজহা উপলক্ষে জবেহকৃত কোরবানির গরু, মহিষ ও ছাগলের চামড়া দেশে সুবিধা জনক চাহিদা নেয় বললে চলে। ছোট মাপের একটি গরুর চামড়া ৫০০ টাকা থেকে ৬০০ টাকা, বড় মাপের চামড়া ৭০০ থেকে ৮০০ টাকা, ছাগলের চামড়া ৫০ থেকে  ১০০ টাকা।

কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ছোট মাপের গরুর চামড়া ১০০০ থেকে ১২০০ রূপি বড় মাপের গরুর ১৫০০ থেকে ১৬০০ রুপি, ছাগলের ১০০ থেকে ২০০  রুপি, যে কারনে অধিক মুনাফার লোভে কিছু পাচারকারী ভারতে চামড়া পাচার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র আওতাধীন দৌলতপুর উপজেলার যে সকল সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা আছে সে সমস্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। উপজেলার কাজিপুর, ধর্মদহ, বিলগাতুয়া, জামালপুর, বগমারী, ৪০ পাড়া, চিলমারী আতারপাড়া ও উদয় নগর সীমান্ত অন্যতম।বিশেষ করে ৪৭ বিজিবির আওতাধীন দৌলতপুর উপজেলার ৪০ কি:মি: সীমান্ত তার কাটার বাইরে হওয়ায় এই এলাকাসমূহের সীমান্তে বাড়তি নজরদারি আছে বলে জানা গেছে। সীমান্ত সংলগ্ন বিভিন্ন ঈদগাহের ঈমামদের চামড়া পাচার রোধে বক্তব্য প্রদান করার অনুরোধ করেন বিজিবি। এ ছাড়াও সীমান্ত সংলগ্ন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদেরকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

বিজিবি।কুষ্টিয়া ব্যাটালিয়ন-(৪৭ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবি’কে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin