প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ৪:৩৬ পি.এম
কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ১০২ পিস ইয়াবাসহ মাসুদ ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় কুষ্টিয়া বাস টার্মিনাল এলাকায় আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আভিযান চালায়। এ সময় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি মাসুদ ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ২৫ হাজার নির্ধারণ করে মাসুদ ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কুষ্টিয়া সদর থানায় পাঠিয়েছে র্যাব
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.