প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১:১৩ পি.এম
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পোড়াদহ জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানালেন। তখন তাকে বাড়ি চলে যেতে বলি।গ্রামের নাম-ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। লাশ উদ্ধার করেছে পুলিশ।ওসি নাসিরুল হক খান বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.