কুষ্টিয়ায় সরকারি চাকরি ও ভাতা আদায় করে দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে নারী চিকিৎসক ও তার স্বামীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।মঙ্গলবার (৬ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুরে শারমিন সুলতানা (৩৭) শহরের কোর্টপাড়া র্যাব গলির লাইফ ডায়াগনস্টিক সেন্টার থেকে কল পেয়ে রোগী দেখতে যান। সেখানে পৌঁছে রিকশা থেকে নামা মাত্রই এজাহারনামীয় আসামিরা তার পথরোধ করেন। তখন তার স্ত্রী আসামিদের গালাগাল করতে নিষেধ করেন। এসময় তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।সেখানে আরও বলা হয়, খবর পেয়ে তিনি (স্বামী) ও তার গাড়িচালক স্ত্রীকে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়। আসামিরা স্মার্টফোনসহ তার স্ত্রীর কাছে থাকা সোনার গয়না ও দেড় লাখ টাকা নিয়ে নেয়। পরে তাদের হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মামলায় তিন নারীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০-২৫ জনকে।এদিকে চিকিৎসক দম্পতিকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও আক্রান্ত চিকিৎসক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। একই সঙ্গে সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার (৫ মে) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ১৫-২০ জনের একদল ভুক্তভোগী নারী ওই চিকিৎসককে বেধড়ক মারধর করে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.