বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় সরকারী কলেজে ১৩ শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া সরকারী কলেজের ১৩শিক্ষকের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলাকে য়ড়যন্ত্র ও হয়রানি মূলক দাবী করে এর প্রতিবাদ এবং নি:শর্তে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।রবিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন বলছেন, ষড়যন্ত্রে জড়িতদের খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমান পেলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহন করবে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রাজনীতির হীন চক্রান্তে একটি কু-চক্রী মহল পুলিশের সাথে যোগসাজসে মামলাবাজির ব্যবসা করতেই ১৩ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে আমাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষা মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা।অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার এজাহার নামীয় ১৩ শিক্ষকের বিরুদ্ধে করা মামলার নি:শর্ত প্রত্যাহার করতে হবে। নচেৎ এঘটনার প্রতিবাদ এবং দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে হুশিয়ারি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।ঘটনাটিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কান্ডজ্ঞানহীন এবং কু-চক্রী মহলের নিন্দনীয় কাজের ফল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এর একটা সুরাহার দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। একই সাথে এজাতীয় নিন্দনীয় কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন কলেজ অধ্যক্ষ।মামলাটি দায়েরের বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,‘যে কেউ যে কারও বিরুদ্ধে কগনিজেবল অভিযোগ নিয়ে আসলে মামলা হতেই পারে। আমরা তদন্ত করে দেখবো ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশীট হবেনা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin