শনিবার, ০৩ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা হবে: নবাগত ডিসি

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোনো সিন্ডিকেট রাখা হবে না।

তিনি বলেন, ডাল-পালা নয়, সিন্ডিকেটের একেবারে শিকড় উপড়ে ফেলে কুষ্টিয়া জেলাকে যে কোনো মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পক্ষ থেকে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবকিছুই করা হবে।

গত সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ডিসি।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুয়েট থেকে পাস করা ২৭তম বিসিএসের কর্মকর্তা তৌফিকুর রহমান এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শূন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন, ততদিন কোনো দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin