ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ১৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বৃহস্পতিবার সকালে উপজেলার ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছন। এসময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনে পূনরায় একত্রিত হয়ে তাদের দাবী সমূহ তুলে ধরেন। এসময় তারা বলেন বিএডিসি গবেষণা সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিয়মিত করন,নিয়মিত শ্রমিকদের মজুরি দৈনিক ১হাজার টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ৯শ ৫০ টাকা বৃদ্ধি করন,বৈশাখী ভাতা প্রদান,নিয়োগ অবসানের ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন হারে মজুরি প্রদান ও শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা সহ ১৩ টি দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছেন। তারা বলেন আমাদের ১৩ টি দাবী যার সবাই যৌক্তিক দাবী।আমরা সরকারের কাছে জোর দাবি করছি অচিরেই যেনো আমাদের নায্যদাবী গুলো পূরন করে।এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আ: আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মোঃ শাহাবুদ্দিন, সংগঠনের বুলু শেখ, রোকেয়া বেগম, খোরশেদা বেগম। উপস্থিত ছিলেন আল আমিন, মুক্তার ব্যাপারী,চঞ্চল বিশ্বাস, আনোয়ারুল ইসলাম, আঃওয়াদুদ,মহিবুল্লাহ প্রমুখ।