নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম বিনা রানী চক্রবর্তী (৪০)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মারা যান বিনা রানীর মা উমা রানী।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গতকাল সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা ভর্তি ছিল। আজ রাতের দিকে বিনা রানী চক্রবর্তী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গতকাল তার উমা চক্রবর্তী মারা যান। বর্তমানে উমা চক্রবর্তীর ছেলে দেবা চক্রবর্তী ১৬ শতাংশ দগ্ধ ও নাতি পিনাক চক্রবর্তী ২৪ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাটুরাইল ঋষিপাড়া এলাকার চারতলা একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের ৪ জনসহ ১০ জন আহত হন। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.