প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৭:০৩ এ.এম
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে স্বাভাবিক জনজীবন

খাগড়াছড়ি পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় এক পরিপত্রে এ আদেশ দেন জেলা প্রশাসক। অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা, সদর ও গুইমারা উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তাই ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে জুম্ম ছাত্র-জনতা। বলা হয়, ৮ দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে জুম্ম ছাত্র জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অবরোধের মধ্যেই ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র হয়ে ওঠে গুইমারার রামেসু বাজার। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে তিনজন নিহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.