মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় নাসিরুল হোসেন (৩০) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা। সোমবার (২৬জুন) রাত সাড়ে ১০টার দিকে খোকসা পৌর এলাকার শহররক্ষা বাঁধের মাথায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ভ্যানচালক নাসিরুল হোসেন খোকসা জানিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খোকসা পৌর এলাকার শহররক্ষা বাঁধের মাথায় রক্তাক্ত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা পাখিভ্যানে যাত্রীসেজে উঠে ঘটনাস্থলে গিয়ে তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
হত্যাকান্ডের বিষয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিুল্লাহ জানান, নাসিরুল হোসেন ভ্যান চালানোর পাশাপাশি অন্যান্য কর্মের সাথেও জড়িত ছিল। কারা এবং কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নাসিরুল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.