মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে" এর প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসা থানার আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি ) সকাল দশটায় খোকসা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার খাইরুল আলম। অনুষ্ঠানে খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, খোকসা উপজেলা চেয়ারম্যান ও খোকসা থানা আওয়ামীলিগের সভাপতি বাবুল আখতার, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা উপজেলা বিট পুলিশিং এর সভাপতি তোসর আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুনম এবং বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান'সহ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।
প্রধান অতিথির বক্ত্যব্যে এস পি খাইরুল আলম বিট অফিসারদের নিয়মিত বিট কার্যালয়ে অফিস করার নির্দেশনা প্রদান করেন। আগামী ১১ তারিখ থেকে শুরু হওয়া কুষ্টিয়া জেলায় পুলিশ কনস্টেবল রিকুর্টমেন্ট সচ্ছ হবে বলে জানান। তিনি আরো বলেন, যার যোগ্যতা আছে শুধু তাদেরই চাকরি হবে।
বিশেষ অতিথির বক্ত্যব্যে বাবুল আখতার বলেন, থানার দেয়ালে মাদকের সাথে জড়িতদের যেমন তালিকা আছে, মাদক অপরাধীদের জন্য সুপারিশকারিদের ও তালিকা টানায়ে রাখা প্রয়োজন।
বিশেষ অতিথি সার্কেল অফিসার আবু রাসেল খোকসা বাসস্ট্যান্ডে পৌরসভার চাঁদা আদায় মূল স্ট্যন্ড থেকে একটু দূরে করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান উপস্থিত সকলকে সভায় অংশগ্রহণ ও অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অতিথিদের মাঝে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.