বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গফরগাঁওয়ের চরআলগীতে প্রাইমারির দপ্তরি হয়েও স্কুলের কর্তৃত্ব যার হাতে

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধীঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দাপটে থাকার অভিযোগ উঠেছে।

চরআলগী ইউনিয়নের ১৬ নং নীধিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পায়েল বিগত আওয়ামী সরকারের আমলে এলাকাতে আওয়ামী প্রভাব দেখিয়ে কখনো স্কুলে উপস্থিত হননি। কখনো তার স্ত্রী দিয়ে স্বাক্ষর করিয়েছে কখনো খাতা বাড়িতে নিয়ে রাত্রে তার স্বাক্ষর দিয়েছে এভাবে চলছিল বেশ বছরের পর বছর।

এই দপ্তরির দাপট যেন ছিল পাগলা কুকুরের মত নাম না বলা শর্তে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ  তার কাছ থেকে অনেকেই ছিল তার কাছে জিম্মি।

আওয়ামী আধিপত্যের তীব্র প্রতিবাদী কণ্ঠে কজন এলাকাবাসী বলেন এই ছেলের অবস্থা,ব্যবহার এমনই ছিল কেহ তাহার ভয়ে তাহার কাছে পাওনা টাকা দাবি করতে পারতো না। তার স্কুলে উপস্থিত না থাকার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির একটি টিম স্কুল পর্যবেক্ষণ গেলে সরজমিনে তাকে স্কুলে উপস্থিত পাওয়া যায় নাই। কিন্তু তাহার হাজিরা খাতার মাঝে তার হাজিরা সহি হয়েছে।

এই ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে প্রধান শিক্ষক আমতা আমতা করে বলেন এখানেই ছিল এখন কোথায় জানি গেল সত্যতা যাচাই করতে চাইলে প্রধান শিক্ষক বললেন পূর্বে আমি সহ সকল স্টাফ ও মহল্লার সবাই তাকে অনেকবার বলেছি এইরকম অন্যায় থেকে যেন সরে আসে ! কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী আমি নিরুপায়।
এলাকায় বা স্কুলের আশপাশে সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন সে মোটেও স্কুলের কর্মচারী হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিয়োগ ছিনিয়ে নিয়ে এবং এলাকার অনেকের কাছ থেকে এবং বাহিরের জনস্রোতে জানা জানা যায় চাকরির কথা বলে অর্থ আত্মসাৎ করেছে। অনেকেই বিচার দিতে আসেন।

দপ্তরি পায়েল নাকি এলাকায় মোটা নামে পরিচিত সে কখনো কোন মেজর বা আওয়ামী লীগের বড় নেতার আত্মীয় পরিচয় দিয়ে অপকর্মে জরাতো। মুঠোফোনে দপ্তরি পায়েল কোথায় আছে জানতে চাইলে পায়েল এর বন্ধু মনা বড় ভাই ফোন রিসিভ করে বলেন রিপোর্ট দিয়ে কি হবে আর আপনি জানতে চান কেন সে তার চিন্তা করে চলে তাতে আপনার কি।

পায়েল এর নাকি উপরে হাত আছে উপজেলা কোন কর্মকর্তা তার আত্মীয় হয় এভাবেই এড়িয়ে যাচ্ছে দেশের অনৈতিক অর্থ লোভী কিছু অমনুষ্যত্ব নামধারী মানুষ। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত স্কুলের জন্য ভাল ভদ্র নম্র লোক দিয়ে স্কুল এর ছোট ছোট বাচ্চাদেরকে মনমুগ্ধকর শিক্ষার পরিবেশ করে দিতে পারলে ভাল হত।অভিযোগ কারী শহীদ তার ডকুমেন্ট সহ মামলার প্রস্তুতি নিবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin