গফরগাঁওয়ে কওমি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গফরগাঁও উলামা সমিতি (গউস) এর উদ্যোগে মুহতামিম/পরিচালক সম্মেলন করা হয়েছে ১১ জুন ২০২৪ খ্রি. (মঙ্গলবার), পৌরসভার মধ্য বাজারস্থ রাহমানিয়া আদর্শ মাদ্রাসার হল রুমে। এতে সভাপতিত্ব করেন গউস সভাপতি ছিলেন হাফেজ নুরুল ইসলাম সাহেব।উক্ত সম্মেলনে বক্তারা গফরগাঁও উপজেলার কওমি মাদরাসার শৃঙ্খলা জোরদারকরণ ও পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে গউসের সাধারণ সম্পাদক বলেন, আল্লাহ কারীম মুহতামিম সাহেবদেরকে মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার যে কাজে লাগিয়ে রেখেছেন তা জগতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ। এখান থেকেই খাঁটি মুমিন-মুসলমান, ইমাম, মোয়াজ্জিন, খতিব, হাফেজ, আলেম, মুদাররিস, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদীস, ওয়ায়েজ, পীর মাশায়েখ তৈরি হয়। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তারা কি পরিমাণ গুরু দায়িত্বভার বহন করেন। এত উঁচু মানের কাজ যেনতেনভাবে আঞ্জাম দিতে গেলে যে কোন দিক থেকে যে কোন সময় ত্রুটি বিচ্যুতি ও স্খলন আসতে পারে। সুতরাং সর্বোচ্চ শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে চলার জন্য পরামর্শের মাধ্যমে মান সম্পন্ন সময়োপযোগী একটি নীতিমালা তৈরি করা অপরিহার্য প্রয়োজন ছিল। এতদোপলক্ষেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নীতিমালা তৈরি ও বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে সে সম্পর্কে তিনি বলেন, এ সম্মেলনে মুহতামিম সাহেবদের লিখিত প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। এগুলো কেন্দ্রীয়ভাবে দক্ষ ও অভিজ্ঞ টিম দ্বারা পর্যালোচনা করে একটি নমুণা তৈরি করা হবে। মাদরাসাগুলোর আগামী ত্রৈমাসিক পরীক্ষার ছুটিতে আবারও মুহতামিম সম্মেলনের মাধ্যমে তা চূড়ান্ত করে বাস্তবায়ন করা হবে।
প্রতিদিনের বাংলাদেশ কয়েকজন মুহতামিম সাহেবের কাছে নীতিমালার ব্যপারে জানতে চাইলে তারা বলেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে গফরগাঁওয়ে শিক্ষার মান যেমন উন্নত হবে, তেমনিভাবে মাদরাসাগুলোর শৃঙ্খলাও সুন্দর হবে।
উক্ত সম্মেলনে গফরগাঁও উলামা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার কওমি মাদরাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মুফতি ফারহান ফরিদসহ দফতর সম্পাদক, কেন্দ্রীয় মজলিসে আমেলা,গফরগাঁও উলামা সমিতি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.