ময়মনসিংহের গফরগাওয়ে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গফরগাঁও জাতীয়
ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজের আয়োজন করে গফরগাঁও উলামা সমিতি। আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত,সংকটাপন্ন প্রাণীকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাজার মানুষ হাজির হয় মাঠে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয় দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মাহমুদুল হাসা ছালমানী। হযরত মাওলানা জহিরুল ইসলাম উসমানী প্রতিদিনের বাংলাদেশ কে বলেন এই চাওয়া রাসূল সাঃ এর জামানায়ও ছিল। আল্লাহ পাক কোন নেকের বরকতে আকাশেরদিক হতে শীতল হাওয়ায় এবং ছোট ছোট বৃষ্টি দিয়ে রহমত প্রকাশ করেন। আমরা আল্লাহর দরবারে শুকর ও সুজোত আদায় করছি। এ আমল কিয়ামাত পর্যন্ত চালু থাকবে। হযরত মাওলানা মাহমুদুল হাসা ছালমানী দামাত বারাকাতুহুম মুসল্লীদের নিয়ে মুনাজাতের মাধ্যমে বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন। নামাজ ও দোয়া চলার পর পরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.