গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি সাবেক বিজিবি সদস্য নিখোঁজ
Reporter Name
/ ১০৫
Time View
Update :
শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন
Share
ব্রেকিং নিউজ
নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে মো. আজিজুল হক (৬৫) নামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিখোঁজ হয়েছ।
ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।জানা যায়, গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আসাদের মেয়ে জামিয়া (১৩) সকালের নাস্তা দিতে তার সমবয়সী মীম, সুমাইয়াকে নিয়ে ছোট ডিঙ্গি নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাবার কাছে যায়। পরে ওই নৌকায় জামিয়া ও তার দুই সমবয়সী এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. আজিজুল হককে নিয়ে ফেরার পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা নৌকা ডুবতে দেখে চিৎকার শুরু করে।
এ সময় চিৎকার শুনে স্থানীয় এক যুবক ডিঙ্গি নৌকা নিয়ে তিন মেয়েকে উদ্ধার করলেও আজিজুল হক পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।