রাকিব:আজ অদ্য ০৩-০১-২০২৩ তারিখ সন্ধ্যা ১৭ঃ২৫ ঘটিকার সময় গফরগাঁও থানাধীন গফরগাঁও পৌরসভার মধ্যবাজারস্থ এপেক্স শোরুম এর বিপরীতে টিনশেড মার্কেটে পাঁচটি ছোট স্বর্ণের দোকান এবং একটি কসমেটিক্সের দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অফিসার ইনচার্জ গফরগাঁও বাজার ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের তদারকি ডিউটিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
[video width="352" height="640" mp4="https://pratidinerbangladesh.net/wp-content/uploads/2023/01/323657105_5867358443299577_3078722079496901325_n.mp4"][/video]
আগুনের সূত্রপাত দেখে তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ পিডিবিকে অবহিত করিয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেএবং ফায়ার সার্ভিসকে অবহিত করিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিক থানার অন্যান্য অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় টানা ১ঘন্টা ৩৫ মিনিট শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১৯:০০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে পাঁচটি জুয়েলারীদোকান এবং একটি কসমেটিক্স দোকান ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হইয়াছে।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, মেয়র গফরগাঁও পৌরসভা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.