গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহ ৬ মে ২০২৫: গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাচবাগ ইউনিয়নের লামকাইন তমুর মোড় এলাকায় আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে বালু বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আমির সালমান রনি। উনাকে সহযোগিতা করেন পাগলা থানা পুলিশের একটি দল এবং গফরগাঁও সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দ।
জনস্বার্থে অব্যাহত থাকবে এমন অভিযান—জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.