আশরাফ আলী ফারুকী :ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নে শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আলী কামাড় (৬৫), শিমা(৩৪), গফুর মিস্ত্রী(৮৫), রুহুল মিয়া (১৯), মানিক মিয়া (৪৫) ও তার ছেলে আজাদ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বারইগাঁও গ্রামে একটি শিয়াল কামাড়, শিমা, গফুর মিস্ত্রী, রুহুল মিয়া, মানিক মিয়া ও তার ছেলেকে কামড়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয় ইমরান হোসেন বলেন, এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে গেছে। লোকজন রাতে শিয়ালটিকে অনেক খোঁজেও পায়নি।
দত্তেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোকসানা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিয়ালের কামড়ে ৬ জনসহ, ৪/৫ টি গরু ছাগল আহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.