নিজস্ব প্রতিনিধিঃ
আলেম-উলামাদের প্রাণকেন্দ্ৰ ময়মনসিংহের ঐতিহ্যবাহী এলাকা গফরগাঁওয়ের খানকায়ে মাদানিয়ার ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহি জোড়ের তারিখ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব খানকায়ে মাদানিয়ার মুতাওয়াল্লি শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পরামর্শ সভায় খানকাহ-র ৮ম বার্ষিক ইসলাহি ও তালিমি জোড়ের তারিখ ঘোষণা করা হয়।
পরামর্শ সভায় সাধারণত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া বার্ষিক ইসলাহি জোড়কে ঋতু পরিবর্তন হওয়ার কারণে কয়েক মাস পিছিয়ে আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার খানকায়ে মাদানিয়ার ৩ দিনব্যাপী বার্ষিক ইসলাহি ও তালিমি জোড় অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গৃহীত হয় এবং রবিবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে জোড়ের সমাপ্তি হবে।
এছাড়াও জোড় কে সফল করার লক্ষ্যে উপস্থিতিদের পরামর্শের গ্রহণের মাধ্যমে বেশ কিছু উপকারী সিদ্ধান্ত নেয়া হয়।
৩ দিনের এই ইসলাহি ও তালিমি জোড়ে দেশের বিখ্যাত আলেমরা উপস্থিত হয়ে কোরআন-হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। ইসলাহি জোড়ে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য সালেকিন জামাতবদ্ধভাবে তিন দিন থাকার জন্য আগমন করে থাকেন। জোড়ের ৩ দিন প্রত্যেক নামাজের পর মাসনুন সুরা পাঠসহ বাদ ফজর ও বাদ মাগরিব শায়খের তত্বাবধানে ছয় তাসবিহর জিকিরের আমল হয় এবং বাদ এশা ১২ তাসবিহ জিকিরের বিশেষ আমল হয়ে থাকে। মহতি এই আয়োজনে নামাজ, তেলাওয়াত, জিকির ও তাসবিহ-তাহলিলের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে তালিম দেওয়া হয়।
পরামর্শ সভায় মাওলানা ইউসুফ জামিল, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান, আব্দুল মুক্তাদির সাকী, খলিলুর রহমান, মাসউদুর রহমান, রাহাত হোসাইন মাওলানা আহমাদ আল গাজি সহ সহ খানকাহ-র শুভাকাঙ্খী এবং শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. এর কয়েকজন মুরিদও উপস্থিত ছিলেন। ফেদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি রহমাতুল্লাহি আলাইহির নেক তাওয়াজ্জুতে তার খাস খাদেম ও খলিফা শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা. ফেদায়ে মিল্লাতের রেখে যাওয়া আমানত সংরক্ষণ এবং আত্মশুদ্ধি, তালিম, তাজকিয়া, খেদমতে খালকসহ সমাজের সর্বস্তরে ইসলামের শাশ্বত আহ্বানকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৭ সালে গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামে (হালিমাবাদ) খানকায়ে মাদানিয়া প্রতিষ্ঠা করে ইসলাহি কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকে খানকায় বিশ্বখ্যাত বুজুর্গ আওলাদে রাসুল সাইয়্যিদ আরশাদ মাদানি দা.বা., সাইয়্যিদ আসজাদ মাদানী দা.বা. ও সাইয়্যিদ মাহমুদ মাদানী দা.বা. ভারত থেকে একাধিকবার তাশরিফ এনেছেন। এছাড়া আরো বিশিষ্ট বুজুর্গানে দ্বীন নিয়মিত তাশরিফ আনছেন এবং জনসাধারণ ও সালিকদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান করছেন। মানুষ তাদের থেকে ফয়েজ হাসিল করে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
গত ৭ বছর ধরে চলে আসা ৩ দিনব্যাপী এই ইসলাহি জোড় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আগত সালেকিনদের জন্য থাকা-খাওয়ার সু ব্যবস্থা করা হয়।
সভা সঞ্চালনা করেন মাওলানা আসআদ মাহমুদ।