গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য সরকারের উদ্যোগে ৪ ( জানুয়ারি) গফরগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তারা সকালে উপজেলার বিভিন্ন এতিমখানায় গিয়ে শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল মানুষের কাছেও শীতবস্ত্র পৌঁছে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বলেন, “প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের উদ্যোগের পাশাপাশি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে শীতার্ত মানুষের কষ্ট লাঘব হবে।”
কম্বল পেয়ে অসহায় মানুষেরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শীতার্তদের মাঝে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে।
এছাড়াও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.