বিশেষ প্রতিনিধি:
গফরগাঁও উপজেলায় জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১ জানুয়ারি) গফরগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যাগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিএনপির অফিস থেকে শুরু করে জামতলা মোড় হয়ে রেলওয়ে স্টেশন মধ্যেবাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জননেতা আলহাজ্ব এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশে মিছিলের নেতৃত্ব দেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।
র্যালিতে উপস্থিত ছিলেন, গফরগাঁও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হিমেল। এছাড়াও গফরগাঁও পৌরসভা ৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আল আমিন সরকার, পাগলা থানা ছাত্রদল নেতা পলাশ কলেজ শাখা ছাত্র নেতা তুষার, উপজেলা ছাত্রদল নেতা শান্ত ইসলাম ইমন ও মারুফ প্রমুখ।
গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য নেওয়াজ শরীফের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.