গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ খানের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করে মারাত্মক আহত করেছে।
এ ব্যাপারে গফরগাঁও উপজেলার পাগলা থানায় একটি মামলা হয়েছে,সদিইচ্ছা থাকলেও রাজনৈতিক কারণে এখন পর্যন্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে পারেনি পাগলা থানা পুলিশ। অবিলম্বে হামলাকারী আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে, মানবাধিকার সংগঠন হিউমান এইড, ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ বিভাগীয় সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফখরুল হাসান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক গফুর হাসান উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায় আয়নাল ইসলাম, আনন্দ টেলিভিশন প্রতিনিধি সাব্বির রায়হান আকন্দ৷, স্থানীয় পোর্টাল প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মাজহারুল হক জাহাঙ্গীর, মোহনা টেলিভিশন প্রতিনিধি তানিয়া আক্তার সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য,
২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।