মুফতি ফারহান ফরিদঃ প্রশংসায় ভাসছে সারাদেশের নানা দেয়ালে আঁকা মাদরাসা শিক্ষার্থীদের গ্রাফিতি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দেশজুড়ে বিভিন্ন দেয়ালের নানা আঁকিবুকি মুছে শিক্ষণীয় অঙ্কন, ক্যালিগ্রাফিতে রঙ্গীন করার উদ্যোগ নেওয়া হয়েছে।রাষ্ট্র সংস্কার ও সজ্জিতকরণে বরাবরের মতো অংশ নেয় মাদরাসা শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় তারা গফরগাঁও থানার দেয়ালে নান্দনিক গ্রাফিতি এঁকেছে। তাছাড়া গফরগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টেও গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। উল্লেখ্য, মাদরাসা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে মুগ্ধ আপমার জনসাধারণ।
ডিবিসি নিউজের সাংবাদিক আদিত্য আরাফাত মাদরাসা শিক্ষার্থীদের আঁকা কয়েকটি ক্যালিগ্রাফি পোস্ট করে লিখেন, ‘ওরা অন্ধকারের নয়। ধর্মীয় শিক্ষায় আলোকিত। ওদের রং তুলিতেও সাজছে নগরীর দেয়াল। ওরাও গাইতে পারে। আঁকতে পারে। লিখতে পারে। ভাবতে পারে। চিন্তার উন্নতি ওদেরও কম নয়। ওরা যা বিশ্বাস করে তাই তুলে ধরছে নগরের দেয়ালে। পাঞ্জাবি টুপি দেখলেই ওদের প্রতি ঘৃনার চর্চা করা ঠিক নয়। শিল্পকলা এখনকার মাদ্রাসা পড়ুয়া ছেলেগুলোও কম বুঝে না। ওরাও জাতীয় পতাকা বুকে ধরে। সবার চিন্তা এক না। আহ্বান জানিয়ে এই সাংবাদিক আরও লিখেন, ‘হুজুর-মোল্লা-মৌলভী’ বলে ট্রল না করে ভাই বন্ধু হিসেবে ওদের কাছে রাখুন। পাশে রাখুন। কাউকে মূলস্রোতে বিচ্ছিন্ন রেখে দেশ আগায় না। সবাই মিলে বাংলাদেশ।
বাহ চমৎকার। ওরাও মেধাবী।আরবিভাষা শিক্ষক মুফতি ফারহান ফরিদে’র মতে, আরবি ক্যালিগ্রাফি দিয়েও সময় ও চেতনাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এই জায়গাটায় আরেকটু মনোযোগ দেওয়ার জন্য আরবি ক্যালিগ্রাফারদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি সাথে বাংলা থাকলে আমার মতে ভাল হত।