স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসার ছাদ থেকে পড়ে এস এম মোশাররফ হোসেন মাসুদ (৪০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় পোড়াবাড়িয়া আব্দুল গণি দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন।
বুধবার ( ৩০ এপ্রিল) সকালে পৌর শহরের ইমামবাড়ী এলাকার কাজল ভিলাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিক্ষক মাসুদ সকালে ৩ তলার ছাদে উঠে, হঠাৎ ছাদ থেকে খান বাহাদুর ইসমাঈল সড়কে আছড়ে পড়ে । মাটিতে পড়ার শব্দ শুনে পরিবারের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সবুজ বলেন, আমরা তখন ঘুমিয়ে ছিলাম। শব্দ শুনে ঘুম থেকে উঠে ভাইকে উদ্ধার করি। কি ভাবে হয়েছে? কি ঘটনা? কিছুই বুজতেছিনা পরিবারের দাবি নিশ্রচয়ই এটা রহস্য জনক মৃত্যূ এ রিপোর্ট লেখা পর্যন্ত গফরগাঁও থানায় কোন মামলা দায়ের হয়নি।