নিজস্ব প্রতিনিধঃময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা যুবদলের উদ্দ্যোগে শুক্রবার ১৬ আগস্ট গফরগাঁও পৌর শহরে বি এন পির স্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় অসুস্থ খালেদা জিয়ার সুস্হতা কামনা,শহীদ জিয়ার আত্বার মাগফেরাত কামনায় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্বার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্হতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে।
গফরগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক,,আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান এর বিশ্বস্ত হাতিয়ার রাজপথ কাঁপানো রাজপথের যুব সম্রাট,বজ্র কন্ঠে স্লোগান মাস্টার মোঃ জনি মোল্লাহ র নেতৃত্বে,বিশাল একটি মিছিল গফরগাঁও পৌরশহর পদক্ষিণ করে। মিছিল শেষে যুবকদের প্রতি মোঃ জনি মোল্লাহ বক্তব্য রাখেন।