নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের আনন্দ উল্লাসিত মুহূর্ত। দীর্ঘ ৪০ বছর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাসমুহ জাতীয় কারণের ঘোষণা হওয়ায় বর্তমান সরকার, শিক্ষা মন্ত্রণালয়, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এর কেন্দ্রীয় নেতাদের কে গফরগাঁও উপজেলার সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উক্ত সভায় প্রধান অতিথি মাওলানা আব্দুর রহমান শাহজাহান এবং সভাপতিত মো: মোশারফ হোসেন, বিশেষ অতিথি মোঃ কামরুল ইসলাম সহ অন্যান্য মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।