আশরাফ আলী ফারুকী:
ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু সুফিয়া খাতুনকে হত্যার ঘটনায় মামলার আসামি পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে সূর্যত আলী(৬৫) ও তাঁর ছেলে আক্রাম হোসেন(৩৭)।
থানা সূত্রে জানা যায়,গত ২৬ মার্চ,রবিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন(৪৫) কে হত্যা করা হয়।ঘটনার দিনই সুফিয়ার স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করে।উক্ত মামলার এজাহার নামীয় আসামি সূর্যত আলী ও তাঁর ছেলে আক্রাম হোসেনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলো। বুধবার সকালে ঢাকা জেলার মুগড়া ও পাশর্^বর্তী ভালুকা উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধু সুফিয়া খাতুনকে হত্যার ঘটনায় পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.