নিজসাব প্রতিনিধিঃ দেশে যখন এক নতুন স্বপ্নের আবির্ভাব দেখা দিচ্ছে এবং একদিকে কঠিন মোকাবেলা পরিস্থিতিতে দেশ এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তে দেশের কাজে এগিয়ে আসতে এক সেবামূলক কাজের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি।
বিএনপির যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ জেলার লড়াকু জিয়া সৈনিক মোঃ রোকনুজ্জামান সরকার ও এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু র নির্দেশে রাকিব আহমেদ সদস্যময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ,জাহিদ জামান সাগর ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, শাকির আহমেদ গফরগাঁও উপজেলা যুবদল ,জাহিদ আল হাসান পলাশ গফরগাঁও উপজেলা যুবদল, আসাদুজ্জামান সুজন পৌরশাখা যুবদল, আবুল কালাম পৌরশাখা যুবদল প্রমূখ তাদের সমন্ময়ে
গফরগাঁও উপজেলা যুবদল ও পৌর যুবদল এর উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০ টা থেকে গফরগাঁও মিনি স্টেডিয়ামে এক ক্যাম্পিং এর আয়োজন করা হয় উক্ত ক্যাম্পাইন কয়েকজন দক্ষ ডাক্তার দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা এবং পরীক্ষা করা হয় এতে করে এলাকার মানুষ যথেষ্ট অনুপ্রাণিত এবং অত্যন্ত ভালোবাসা দিয়ে যুবদলকে গ্রহণ করেছে।
এক প্রশ্নের জবাবে দক্ষিণ জেলার যুবদলের রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন আমরা অন্যান্য দলের মত চাঁদা তুলে গরু কিনে মাইক, সাউন্ড বক্স পিটিয়ে আনন্দ করতে চাই না কারণ আমরা জনগণের সেবক হয়ে থাকতে চাই ।সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি আমরা সবাইকে নিয়ে দলীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাথমিক কিছু ওষুধ পত্র দিতে পেরেছি আমরা যেন সবসময়ই এর চেয়েও ভালো করে জনগণের ধারপ্রান্তে পৌঁছতে পারি এমনটি প্রত্যাশা এবং উদ্যোগ নিয়েছি ।আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন উনারাও আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে যেন এর চেয়েও ভালো কিছু করতে পারি সেই দিকে পরামর্শ দিয়েছেন। রাকিবুল হাসান বলেন কয়েক শত রোগী আসছে তাদেরকে প্রাথমিকভাকভাবে রুগ সনাক্ত করে চেষ্টা করেছি সাধ্যমত চকিৎসা করার জন্য।