এসো বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে
বুধবার (৯,এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোফাখখারুল ইসলাম।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, মমতাজ উদ্দিন মাস্টার,উপস্থিত ছিলেন।
গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল মাস্টারের সঞ্চালনায়, বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষকও শরীর চর্চা শিক্ষকবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম,সহ সাংবাদিক ও বিজয়ী ছাত্র-ছাত্রী উপস্থিতে
সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.