নিজস্ব প্রতিনিধ: ময়মনসিংহ উপজেলার গফরগাঁওয়ের ভারইল গ্রামের পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সায়েম হাসান (২৬) বেলা ১১ দিকে এশিয়ান হাইওয়ের বাইপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা হয়। স্থানীয়রা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাংলার বাজার সংলগ্ন হেলাল উদ্দিনের ছেলে মোঃ সায়েম হাসান। সে আঠারোদানা বড় মাদরাসা থেকে পবিত্র কোরআন হিফয সম্পন্ন করে মসজিদে ইমামের দ্বায়িত্ব পালন করছিলো।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.