ঘড়ির কাঁটায় নয়টা তিরিশ ঠিক ওই সময় রূপালী ব্যাংকের মূল ফটকে অপেক্ষা করছে অফিসার সোহেল রানা, রেজাউল করিম,জাকির হোসেন ,মৃত্যুঞ্জয় বিশ্বাস ,সজল আহমেদ, মোস্তফা কামাল রনি ,রাকিবুল হাসান ,আরিফুল ইসলাম মোঃ শাহজাহান,বদরুল আলম আরিফ, আজিজুল হক, রোমান চন্দ্র, একে একে সবাই প্রবেশ করল রূপালী ব্যাংকের ভিতর; প্রস্তুতি করে নিল জনগণের ব্যাংকিং সেবায় নিজেকে।