নিজস্ব প্রতিবেদক: গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে জাতীয় গণহত্যা দিবস ২০২৫ ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষত, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ, সামাজিক বিশৃঙ্খলা, এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় গফরগাঁওয়ের বর্তমান পরিস্থিতি এবং এর উন্নতি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এন.এম. আবদুল্লাহ আল মামুন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় সভাপতিত্ব করেন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও কার্যকরী ভূমিকা পালন করতে এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "উপজেলায় অপরাধ কমাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের সবাইকে একযোগভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর গফরগাঁও ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাইদুর, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব শিবিরুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল সহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।
এছাড়া, গফরগাঁও থানার ওসি তার বক্তব্যে স্থানীয় জনগণকে মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে সচেতন করতে আরও বেশি প্রচার কার্যক্রম চালানোর পরামর্শ দেন। তিনি বলেন, "পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। যদি আমরা একসঙ্গে কাজ করি, তবে গফরগাঁওকে অপরাধমুক্ত করতে পারব। সভায় অন্যান্য কমিটি সদস্যরা তাদের মতামত প্রকাশ করে স্থানীয় এলাকাবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এলাকার নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করতে হবে।
সভায় অন্যান্য বিষয়ে যেমন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, রাস্তায় ট্রাফিক আইন প্রয়োগ, এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত সকল সদস্য এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেদের দায়িত্ব পালন করতে সম্মত হন। শেষে, গফরগাঁও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি আগামী মাসে আরও একটি সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়, যাতে আরও কার্যকর পদক্ষেপ এবং সমাধান নিয়ে আলোচনা করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের মতামত প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের দিকনির্দেশনা দেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় সচেতনতা বাড়ানো এবং নিরাপদ পরিবেশ তৈরির বিষয়ে জোর দেওয়া হয়। মাসিক সভাটি শেষে গফরগাঁও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে এলাকার সার্বিক নিরাপত্তা আরও দৃঢ় করতে নানা পরিকল্পনা গ্রহণ করার ঘোষণা দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.