রিমা আক্তারঃ
গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ ই আগষ্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটেরিয়াম মিলনায়তনে গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এবং ধর্মীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোবাইয়াত ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, তাহের, লেফটেন্যান্ট ক্যাপ্টেন হামিদুল ইসলাম, ক্যাপ্টেন সাদমান,লেফটেন্যান্ট অথৈ।
লেফটেন্যান্ট,কেপটিন হামিদুল ইসলাম, মাইক্রোফোনের মাধ্যমে সবার পরিচিতি গ্রহণ করেন এবং সবার মতামতের ভিত্তিতে দিকনির্দেশনা প্রদান করেন। ক্যাপ্টেন হামিদুল ইসলাম গফরগাঁও এর সর্বদলীয় নেতৃবৃন্দের সাথে কাছ থেকে জানতে চান অপরাধী, চাঁদাবাজি, সন্ত্রাসী যেই হোক কাউকেই ছার দেওয়া হবে না।দেশের স্বার্থে, দেশ রক্ষার্থে, দেশের সম্পদ রক্ষার্থে ,জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের পরিচয় প্রদান করে প্রশাসনকে যেন সহযোগিতা করেন যাতে করে প্রশাসন তাৎক্ষণিক অপরাধীদেরকে আইনের আওতায় আনতে পারেন।
গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক, মোঃ ফজলুল হক পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুসসালাম, গফরগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ খাইরুলইসলাম, থানার বিএনপি যুগ্ন আহবায়ক, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম। উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, ডাঃ ইমরান।মন্দির কমিটির নেতা দিলীপ কুমার মাস্টার, সুনীল, গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ গফরগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ, গফরগাঁওয়ের শান্তিশৃঙ্খলা বজায় ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের নিরাপত্তায় গফরগাঁও বিএনপি- জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ধর্মীয় নেতৃবৃন্দের ভুমিকার প্রসংশা করেন ।
নির্বাহী কর্মকর্তা রোবাইয়াত ইসলাম সকল রাজনীতিবিদ ও সুশীল সমাজের সকল শ্রেণীর নেতাকর্মীদেরকে অত্যাধিক সুন্দর আলোচনা মাধ্যমে দেশকে ভালবাসবে বলে আশা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা বলেন প্রতিটি সাংবাদিকের দায়িত্ব থেকেও দায়িত্ব বেড়ে গিয়েছে আপনারা দেশের জন্য দেশের ইজ্জতের জন্য,মানচিত্র রক্ষার জন্য যে যার জায়গা থেকে পারেন প্রত্যান্ত গ্রাম থেকে শহর পর্যন্ত ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। তার মধ্যে দিয়ে সভা সমাপ্তি করেন।