আয়নাল ইসলাম:
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে গণপরিবহন ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রতিক প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫মার্চ, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন,আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে তার নিশ্চয়তা দিতে উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
জননিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বদা তৎপর থাকবে।
ঈদের আগেও পরে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে। আমাদের গৃহিত সিদ্ধান্ত সমূহগুলো যথাযথবাবে পলনের জন্য স্ব-স্ব দপ্তরগুলো সঠিক ভাবে দায়িত্ব পালন করবে বলে আসা রাখি।
তিনি আরো বলেন, প্রচন্ড তাপদাহের কারণে যাতে কোনো অগ্নিপাত না ঘটে সেদিকে সচেতন থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন,এডিশনাল এস,পি গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মঞ্জু রানী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর।
ডাঃ, ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা আবাসিক অফিসার।উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা,আব্দুল হামিদ,ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার
আনোয়ার হোসেন।উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, শাহ আব্দুল্লাহ আল মামুন শ্রমিক নেতা রতন মিয়া ও চান মিয়া উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.