১৭/০৮/২৪ইং রোজ শনিবার বেলা দুপুর ১২.৩০ মিনিটে,, ১১ সদস্য বিশিষ্ট গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এশিয়ান টিভির গফরগাঁও প্রতিনিধি আইনাল ইসলাম কে আহবায়ক ও দৈনিক সবুজ পত্রিকায় স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম বাবুল কে, যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক:- আইনাল ইসলাম (এশিয়ান টেলিভিশন) যুগ্ম আহবার:- সাইফুল ইসলাম বাবুল(দৈনিক সবুজ পত্রিকা) নির্বাহী সদস্য,সাব্বির রায়হান আকন্দ (আনন্দ টিভি ATV) (অ্যাডভোকেট) রফিকুল ইসলাম ঢালী (দৈনিক খোলা কলম প্রতিদিন) তানিয়া আক্তার (মোহনা টিভি)। শফিউল আলম বাপ্পি (দৈনিক ভোরের সময়)। আশরাফুল আলম মামুন (দৈনিক আজকের প্রভাত। এসএম মোর্শেদ (এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি)। মাজাহারুল হক (প্রতিদিনের বাংলাদেশ ও ময়মনসিংহ প্রতিদিন)মোঃ হানিফ খান (দৈনিক বর্তমান দিন)। মাহমুদুল হাসান ( G বাংলা Tv ও দৈনিক গণতন্ত্র)।