প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ৮:০১ পি.এম
গফরগাঁও উপজেলা যশরা ইউ:এ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বাড়িতে হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোটারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যশরা ইউনিয়নে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোঃ ছামছুদ্দিন সরকার এর বাড়িতে হামলা ও ভাঙচুর এর ঘটনা ঘটেছে । গত ১৮/২৪ ইং নভেম্বারে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর দুই ছেলে জমিতে ধান মারাইতে গেলে দুপুরের দিকে বজলুর রহমান সরকার তার ছেলে সহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর এলোপাতাড়ি মারপিট শুরু করতে থাকে।এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনীর আঘাতে হুমায়ুন কবির মাটিতে লুটে পরে গিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর স্ত্রী এবং তার ছেলের বউ সহ ডাকাডাকি করে এলাকার মানুষ জড়ো করে এবং ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরও ক্ষান্ত হয়নি বজলুর রহমান গংরা তাদের ঘরে হামলা চলা এবং ঘরবাড়ি ভাঙচুর করে। বাড়ির মহিলাদের গায়ে হাত দেয় এবং শরীর থেকে গহনা নেওয়ার জন্য আঘাত করে।
এলাকাবাসী তাদেরকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং চিকিৎসারত অবস্থায় আছে। হুমায়ুন কবি র আহত অবস্থায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন আমার পিতার সম্পত্তি থেকে যখন আমরা দুই ভাই ধান মারাইতে শুরু করি ঠিক দুপুরের দিকে বজলুর রহমান গং এমন সন্ত্রাসী ঘঠনা ঘটায়।আমার কোমরের নিচ থেকে প্রায় অচল অবস্থা করে দিয়েছে আমার মা আমার ভাইয়ের বউ ডাকাডাকি করে এলাকার মানুষ জরো করে আমাকে উদ্ধার করে।
আমরা দুই ভাই আমার মাকে নিয়ে কোনমতে জীবন যাপন করতেছি পূর্বের শত্রুতার জের ধরে বজলুর রহমান আমাদের উপর ঘৃনীত আক্রমণ করেও ক্ষান্ত হয় নাই এখনও হুমকি-ধমকি দিচ্ছে জীবন নাশের। আমাদেরকে পুড়িয়ে মেরে ফেলবে ,জীবন্ত কবর দিবে এভাবেই হুমকি-ধামকি দিয়েই চলেছে। আমরা এর জন্য প্রশাসনের কাছে ষুষ্ঠ বিচার চাই আমরা যেন সাদাসিধে ভাবে বেঁচে থাকতে পারি এই সমাজে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.