প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৪, ২:১২ পি.এম
গফরগাঁও বিএনপির আহবায়ক এবি এম সিদ্দিকুর রহমানের গণসংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহবায়ক এবি এম সিদ্দিকুর রহমান গফরগাও আগমন উপলক্ষে গফরগাঁও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর পক্ষ থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ির বহর দিয়ে এগিয়ে নিয়ে আসে গফরগাঁও স্টেডিয়ামে। এ সময় স্টেডিয়াম কানায় কানায় ভরপুর হয়ে যায়। এবি এম সিদ্দিকুর রহমান সবাইকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে গফরগাঁও উপজেলার সকল বিএনপির আহ্বায়ক এবি ছিদ্দিকু রহমান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করেন।
গফরগাঁ ও উপজেলা সর্বস্তরের জনগণের উদ্দেশ্য করে বলেন আমি বিগত ১৬ বছর কথা বলতে পারি নাই গফরগাঁওয়ের জনতার এবং বিএনপি নেতাকর্মীদের কষ্ট দুঃখ নির্যাতন নীরবে ঘাতকের গুলির মত বুকে ধারণ করে চলেছি । আজ ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারিনী হাসিনার পলায়নের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে । আমি প্রতিটি ছাত্র জনতার প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি সকলের উদ্দেশ্যে হাত দেখিয়ে বলেন আমি সাদা হাত নিয়ে রাজনীতিতে এসেছি সাদা হাত নিয়েই রাজনীতি থেকে বিদায় নিতে চাই এত এব গফরগাঁও বাসীর জন্য একটি উধার্ত আহ্বান জানাচ্ছি এই স্বৈরাশ শাসনের দেশ ত্যাগের পর থেকে যারা দেশের জন্য কাজ করছেন যে ছাত্র সমাজ আইন-শৃঙ্খলা বাহিনী সবার প্রতি আমার বিএনপি'র নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি সর্ব অবস্থায় সবসময় দেশকে সামনে নিয়ে দেশের মানচিত্রকে সুরক্ষা করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।
তিনি আরো বলেন আমরা গণতান্ত্রিক স্বাধীনতা পেয়েছি এখন কথা বলতে পারছি এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ গণতন্ত্র জীবিত হয় সেই লক্ষ্যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের নির্দেশনা আমরা আগামী দিনগুলোকে সুন্দর সুশৃঙ্খল করতে বদ্ধপরিকর। এ সময় বিএনপি'র অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.