নিজস্ব প্রতিনিধীঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুই আরোহির মৃত্যু। রবিবার (১৫ আগস্ট) বিকালে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।নিহতরা হল রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০), আব্দুল কাদির র ছেলে আকাশ মিয়া(১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলে করে আলফাজ ও আকাশ গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলফাজের মৃত্যু হয়। গুরুতর আহত আকাশকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুষার গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।দুর্ঘটনা নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।
মৃত্যু ব্যাক্তির বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.