ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার জনদুর্ভোগ এখন চরমে পৌঁছে গেছে। বিগত স্বৈরাচার সরকারের অধীনে চাকুরী করছেন কিছু তৈলবাজি আমলা,ওরা ছিল চামচামিতে সক্রিয়।যার ফলে বিগত দিনে পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা,বাজার,রাস্তাসহ কোন উন্নয়নের কার্যক্রম পরিলক্ষিত হয় নাই। দেখা দৃষ্টিতে ব্যবসায়ী ও পৌর কর্তৃপক্ষের উভয়ই স্বজন প্রীতি করে যাচ্ছে যার ফলে সাধারণ জনগণ ভোগান্তিতে সময় কাটাচ্ছে। পৌরসহরের পানি যাওয়ার কোন ব্যবস্থা নেই। রাস্তার এক পাশ দিয়ে ড্রেন করা হয়েছে এবং ড্রেন থেকে রাস্তা পর্যন্ত ব্যবসায়ীরা নিজের ইচ্ছামত জায়গা উঁচু করে বৃষ্টির পানি আবর্জনা সহ রাস্তার দিকে ছুড়ে দিয়েছে। যার ফলে উভয় দিকে রাস্তার মাটি-ভড়াট এবং ফুটপাতের দোকানের কারণে রাস্তা ভড়াট হয়েছে এবং রাস্তার পানি ড্রেনে ঢুকার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই দখলে নিয়েছে ফুটপাত। এই ফুটপাত উচ্ছেদের সময়ও পৌরসভার কয়েকটা অসভ্য কর্মচারী স্বজনপ্রীতি করে বাজারে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিভিন্ন কায়দায় জরিমানা নিয়েছে। আসলে যারা অপরাধী তাদেরকে মিষ্টি হাসি দিয়ে চলে গেছে।
যার কারণে বিগত সরকারের আমলে একত্বতাবাদ কায়েম করেছিল রাজনৈতিক সরকারি দল এবং বাজার কমিটির কিছু দালাল চক্র কমিটির সদস্যরা।
গত ২-৩ দিনের বৃষ্টিপাতের কারণে গফরগাঁও পৌরসভার বিভিন্ন জায়গা পানি এবং কাঁদা মাটি জমাট হয়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে শহরের ভিতর। পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র একজন নেতা এবং অনলাইন পোর্টাল প্রতিদিনের বাংলাদেশ এর চিফ রিপোর্টার আমিনুল ইসলাম চঞ্চল তার দক্ষতা মেধা পরিশ্রম মানবিকতা দিয়ে গফরগাঁও পৌরসভা কে দূষণমুক্ত আবর্জনা মুক্ত করতে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তাৎক্ষণিক পানির জমে থাকা ৬ নং ওয়ার্ডবাসীর কষ্ট লাগব করতে সক্ষম হয়েছে যার জন্য ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা প্রশাসন সহ আমিনুল ইসলাম চঞ্চল কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
তাৎক্ষণিক কাজ হয়েছে কিভাবে তা বিগত একযোগেও হয় নাই এমন প্রশ্ন করতে গেলে ইফ রিপোর্টার আমিনুল ইসলাম চঞ্চল বলেন আসলেই আমাদের গফরগাঁও এর বর্তমান ইউএনও একজন জনবান্ধব প্রশাসন। আমি কি কোন স্যারকে আমার এলাকার পানিবন্দি চিত্র ধারণ করে স্যারকে আহ্বান জানালে উনি এই জন্য দুর্ভোগের অবস্থা চিত্র দেখে তাৎক্ষণিক বড় পৌরসভা কে ফোন দিয়ে আমার এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই এলাকার মানুষ খুবই অসহনীয় কষ্ট করে যাচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমি আশা করছি এই বর্ষার পূর্বেই পৌরসভার সকল ধরনের অসুবিধার কথা চিন্তা করে পৌরসভার উন্নয়নের চিত্র বেগবান করিবেন।