অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর দিনভর হামলায় আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও তুরস্কের আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে প্রথম হামলা হয়। এতে ৯ জন নিহত হন। খান ইউনিসের কাছাকাছি আল শরিফ শরণার্থী শিবিরেও পৃথক হামলায় প্রাণ হারান আরও ৪ জন।
ওইদিন গাজা সিটির বিভিন্ন অংশে অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে মধ্য গাজায় ৯ জন, দক্ষিণে ৩ জন এবং উত্তর গাজায় ৭ জন ছিলেন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ১০ জন এবং বেইত লাহিয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৩ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪১৬। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।