মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে টার্গেট করে ভয়ংকর ও উসকানিমূলক স্লোগান দেয়, যা সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

গত ৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগান দেয়। এই ভীতিকর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনার সৃষ্টি হয়।

ওই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ১০ মার্চ (সোমবার) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রেস সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা এই হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম, বাংলাদেশ প্রেস সোসাইটি ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন উজ্জ্বলসহ আরও অনেকে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সাদেক, আব্দুল হক লিটন, জাহাঙ্গীর আলম, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, আবুল বাশার, সুলতান মাহমুদ বাপ্পি, আমিনুল ইসলাম, আব্দুল হাকিম, এ এস কে মিজান, সামদানী বাপ্পি, নজরুল ইসলাম খান, মাহমুদুল্লাহ রিয়াদ, রেজাউল করিম রেজা, সাংবাদিক বিল্লাল হোসেন মানিক, মারুফ হাসান, সোহানুর রহমান সোহান, শেখ মোঃ দিন ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম শাওন, বিশ্বনাথ সাহা বিসু, সাংবাদিক মামুন, পপি, সেলিম সাজ্জাদ, সুমি, জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তারা বলেন, মোজাহিদ গাজীপুরের অন্যতম একজন সাহসী সাংবাদিক। তিনি আওয়ামী লীগের সময়ে তাদের দুর্নীতির অনেক খবর প্রচার করে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছে। সংবাদ প্রকাশের জেরে ৩ টি মামলায় ২১৯ দিন কারাবরণসহ ২৬ দিন রিমান্ডে ছিলেন।

তখন তাকে বিএনপির দালাল ট্যাগ দেয়া হতো, বর্তমানে তাকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দেয়ার চেষ্টা করছে বিএনপির দুর্নীতিবাজরা। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নানা অনিয়ম-চাঁদাবাজি’র খবর প্রকাশ করায় তাকে প্রকাশ্যে জবাই করার হুমকি দেয়া হয়েছে। সেখানে ৪-৫’শত কর্মীদের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলজার হোসেন মণ্ডল, মেহেদী হাসান সাহাদ ও মারুফ প্রধান নেতৃত্ব দিয়েছেন। সাংবাদিক মোজাহিদকে যারা জবাই করার হুমকি দিয়েছেন, ভিডিও দেখে দেখে প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

হুমকি দিয়ে সত্যকে দমিয়ে রাখা যাবে না। সাংবাদিকদের কণ্ঠরোধের যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে, আর সে আন্দোলন হবে আরো জোরালো, আরো তীব্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin