প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৪, ৫:১১ পি.এম
গোয়ালন্দে চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালি বাজার এলাকায় সুশীল সরকার (৪৮) নামে এক ব্যাক্তিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সারে ছয়টার সময় কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার উপজেলার হাউলিকেউটিল এলাকার মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে বলে জানাযায়।
নিহতের ছোট ভাই সুনিল সরকার জানান, আমি জামতলা থেকে যাওয়ার সময় পথিমধ্যে সবাই আমাকে জানায় আমার ভাইকে কারা যেন মেরে ফেলেছে । আমি দ্রুত ঘটনা স্থলে গেলে কাটাখালি মোরের ইমদাদুলের চায়ের দোকানের পাশে পড়ে থাকতে দেখি এবং তৎক্ষনাৎ তাকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে আসি। গোয়ালন্দ উপজেলার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমি ফোনে হত্যা কান্ডের ঘটনা শুনে তৎক্ষনাৎ সেখানে ছুটে যাই। সেখান থেকে হাসপাতালে এসে তাকে মৃত দেখতে পাই। যতদুর শুনেছি সে চরমপন্থী দলের সদস্য ছিল এবং আমরা ধারণা করছি দলের অভ্যন্তরিন কন্দলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার গলায় ছুরির আঘাত রয়েছে এবং তলপেটে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে। কে বা কারা হত্যা করেছে জানা যায়নি তবে তদন্ত চলমান রয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.