
মোঃ হুমায়ুন কবির গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ বাজার থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৮৫০ কেজি (৩৭ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্যামগঞ্জ বাজারে বাবুল ব্রাদার্স অ্যান্ড স্টোরে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল আনোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো পক্ষই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি।