প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ৩:৪০ পি.এম
গৌরীপুরে আগুনে পুড়ে ছাই কাপড়ের গোদাম ঘর

মো.হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর পুরাতন কাপড়ের গোদামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে গেছে।
মঙ্গরবার রাত ৩.১৫ মিনিটে গৌরীপুর পৌরশহরের কলাবাগান এলাকার বাঘা দের নতুন-পুরাতন কাপড়ের গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে একটি কাপড়ের গুদাম পুড়ে নতুন-পুরাতন কাপড় ও শিশুদের খেলনার জিনিস সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় মালিক বাঘা।
রাত ৩.১৫ মিনিটের দিকে হঠাৎ আগুনের শিখা দেখে চিৎকার শুরু করে বাঘার মা।
চিৎকার শুনে আশ-পাশের লোকজনসহ এসো গৌরীপুর গড়ি'স্বেচ্ছাসেবকরা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশেপাশে অন্যান্য ঘর-বাড়ির ক্ষতি হয়নি। বাঘার বাবা দুলাল দে জানিয়েছেন গুদাম ঘরের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন জানিয়েছেন ক্ষতিগ্রস্থের পরিমান বিবেচনায় উর্ধ্বতন কর্মকর্তাদের জাননো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.