প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২২, ২:০৪ পি.এম
গৌরীপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র বিতরণ

মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিকে বাদ্যযন্ত্র প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা শিল্পকলা একাডেমি সদস্য মালেক সরকার, আব্দুল হাই, সাংস্কৃতিক কর্মী হারুন উর রশীদসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক চর্চা এবং শিল্প-সংস্কৃতির বিকাশে উপজেলা শিল্পকলা একাডেমি দেশব্যাপী ভূমিকা রেখে চলেছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে তৈরি করতে সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে উপজেলা শিল্পকলা একাডেমি। প্রদানকৃত বাদ্যযন্ত্রের মাঝে ছিল হারমোনিয়াম, ঢোল,তবলাসহ আনুষংগিক উপকরণ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.