
মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে জরায়ুতে টিউমারে আক্তান্ত হয়ে ধীরে ধীরে মুত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক অসহায়া নারী। হতদরিদ্র এই নারী সমাজের বিত্তমানদের নিকট সাহায্য চেয়েছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে গৌরীপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাতুতি গ্রামে মৃত ছিদ্দিক মিয়ার স্ত্রী ফুলবানু (৫০) বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার জরায়ুতে টিউমারের সমস্যা ছিল। গত তিন মাস যাবত সেই টিউমার ফেটে ক্যানসারে রূপ নিয়েছে। ডাক্তারের পরামর্শে বতর্মানে প্রতি সপ্তাহে থেরাপি নিতে হচ্ছে। প্রতি থেরাপিতে তার খরচ হচ্ছে ২২০০০ টাকা। তিন মাস থেরাপি নিলে আস্তে আস্তে সে এ রোগ থেকে মুক্তি পেতে পারে বলে ডাক্তার পরামর্শ দিয়েছে।
তার পরিবার থেকে জানা গেছে তার স্বামী দীর্ঘদিন আগে মারা যান। এক মেয়ে সন্তানকে বিয়ে দিয়েছেন পাশ্ববর্তী সতিশা গ্রামে মৃত মিয়া বক্সের ছেলে নজরুল ইসলামের কাছে। সে মেযের জামাইও টাইফয়েড জ্বরে আকান্ত হয়ে চিকিৎসারত। ফুলবানুর সংসারে কোন আয় করার মত ব্যাক্তি না থাকায় অসহায়া ফুলবানু সমাজের বিত্ত্বমানদের সাহায্য কামনা করছেন। তিনি স্থানীয় পৌর মেযর,উপজেলা পরিষদ চেযারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ধনাট্য ব্যাক্তির নিকট সাহায্য প্রার্থনা করছেন। তার বিকাশ-০১৪০১৩০৮৭৩৫।