প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৬:২০ পি.এম
গৌরীপুরে নির্বাচনের সাড়ে তিন বছর পর শপথ নিলেন পৌর কাউন্সিলর

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম আলী আহাম্মদ নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর শপথ নিয়েছেন।সোমবার (২৪ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তাকে শপথ করান।বিভাগীয় কমিশনার উন্মে সালমা তানজিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। আজ শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এসএম আলী আহাম্মদ। ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে ফলাফল প্রত্যাখান করে আইনের আশ্রয় নিয়ে আদালতের দ্বারস্থ হন আলী আহাম্মদ। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত পুনরায় ভোট গণনার নির্দেশ দেয়। এতে দেখা যায় ডালিম প্রতীক ৬০৪ ভোট ও উটপাখি প্রতীক ৫৩৯ ভোট পেয়েছে। গত বছর ২৯ অক্টোবর নিম্ন আদালত পূর্বঘোষিত ফলাফল বাতিল করে ডালিম প্রতীকের প্রার্থী আলী আহাম্মদকে বিজয়ী ঘোষণা করেন।
আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমার সঙ্গে যে অন্যায় হয়েছিল তার জন্য ন্যায়বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছি। আইনি লড়াই শেষে বিজয়ী হয়ে আজ ২৪ জুন সোমবার কাউন্সিলর হিসাবে শপথ নিয়েছি। এটি সত্যের জয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.